Sunday, November 5, 2017

বন্ধু

সুদূরের পথে দিয়েছ পাড়ি....বন্ধু তুমি
একটু ঘুরে দাড়াও,,ফিরে তাকাও
দেখ যদি কেউ চেয়ে থাকে তোমার পানে!
শুধু কিছু কথার অপেক্ষায়।

সময় হয়েছে অনেক....দূরত্ব বহুদূর
মাঝে বয়ে গেছে সময়ের স্রোত
কালের কালচক্রে পড়েছে জমা স্মৃতির ধূল....

Monday, October 30, 2017

Turmoil of a city pent

When I listened to the song of the Mountains,
The sea started swelling up
Waves raised their heads as if touching the clouds!
If  I swim obedient to the stream
The murmured sound of the jungle
Raged through the heart of each passer-by.
Oh, holy mother Earth, let me sink in...
Open your arms and embrace me in your warmth,
As I roam around from the mountains to the seas
Just let me sink in ..sink into your bliss.



@anindita

Friday, August 11, 2017

আমার রবি ঠাকুর



                 


ছোটোবেলা থেকে এক দাড়িওয়ালা বুড়ো দাদুকে রবীন্দ্রনাথ ঠাকুর বলে চিনতে শিখেছি ভালো গান,কবিতাগল্প যাই শুনি সবই নাকি ওঁনার রচনামনে মনে ভাবতাম একটা মানুষ কি করে পারে এতো লিখতে যত বড় হতে লাগলাম সুকান্তজীবনানন্দসুনীল বাবুজসীমউদ্দিন একে একে এসে বই এর পাতায়মনের প্লাটফর্মে ভিড় করলেন কিন্তু না মনের ট্রেনগাড়ির একটি কামরা শুধু  একজনের জন্যই বরাদ্দ রইল বাকি তিনটি কামরায় বাকি সবার ভিড় ওই কামরাটা শুধু তোমার জন্য রবিঠাকুর তোমায় চাক্ষুষ না দেখলেও মনের ক্যানভাসে নিত্ত তোমার সাথে আমার কথা হয়। তুমি কি ওই দূরে বসে তা বুঝতে পারো রবিঠাকুর?! অবশ্য দূরত্বটা বড্ড বেশী। ওই পারলৌকিক ব্যাপার আর কি। কে যেন একজন আমায় বলেছিলেন-তোমার রচনা বাল্যে সখের খেলা, যৌবনে প্রেম-ভালবাসা আর জটিলতার ক্রীড়া আর বার্ধক্যে বাণপ্রস্থের আস্বাদন। সত্যিই তাই গো ঠাকুর। তোমার রচনা যতবার পড়ি তত তার স্বাদ বাড়ে, আরো নতুনতর আঙ্গিকের সন্ধান পাই। ওই যেন বৈষ্ণব পদাবলীর নবরস- যে যা চায় তাই খুঁজে পায়। যখন অমলের দইওলা পড়েছি তখন যেন নিজেকে অমল ভেবেছি। অলস দুপুরে জানালার দিকে চেয়ে ভেবেছি ওই বোধহয় দইওয়ালা আসলো। গল্পের গূঢ়তা তখন বুঝিনি। আর ওই যে কাবুলিওয়ালা- সেই জোব্বা পরা মানুষটাকে কলকাতার রাস্তায় আমার সন্ধানী চোখ অনেক খুঁজেছে। প্রথম পাঠে গোরাকে মনে হয়েছে এক কাঠ খোট্টা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত একটি চরিত্র। কিন্তু তার অন্তরালে থাকা গোরার বেদনা-প্রেম অনেক পরে খুঁজে পেয়েছি। ঘরে বাইরের সন্দীপকে নিজের প্রাক্তন প্রেমিক বলে মনে হয়েছে কিন্তু অমিত আর লাবণ্যের প্রেম কাহিনী ভাবতে শিখিয়েছে বিবাহে প্রেমের পরিণতি নয় প্রেম হবে টলটলে জল মগ্ন এক হ্রদতাতে মনের কলসী রোজ ডুবিয়ে দেব আর নিত্য রঙ্গিন প্রেমে ভরে নেব তাকে
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর
কেমনে পশিল গুহার আধাঁরে
প্রভাত পাখির গান……”

আমার স্বামীর মুখে রবিঠাকুরের পঙ্ ক্তি নতুন করে মনে নাড়া দিল শুরু হয়েছিল আমাদের পথ চলারবিঠাকুর তোমাকেই সাক্ষী করে

চুমিয়া যেয় তুমি আমার বনভূমি
ওগো দখিন-সাগরের সমীরণ
যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম
ডাকিবে নাম ধরে অকারণ

বিবাহোত্তর জীবনেও প্রেম তোমার হাত ধরেই এসেছিল রবিঠাকুর কিন্তু প্রেম ভালবাসা তো সব না, “আছে দুঃখআছে মৃত্যু”- তোমার দুঃখ-যন্ত্রনাকেও যেন কোথায় নিজের বড় আপনার লাগে জোঁড়াসাঁকোয় তোমার ঘরে বসে তাই আকুল ভাবে কেঁদেছি। তোমার বিশালতাকে আমি স্পর্শ করতে পারবোনাসেই ধৃষ্টতাও রাখিনা। তোমায় আমি অনুভব করেছি আমার প্রতিটা অনু-পরমাণু দিয়ে তুমি আছোআমার মত করে তুমি আছো কারোর ব্যাখ্যা বিশ্লেষণ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না কারণ তুমি যে আমার রবীন্দ্রনাথ। তোমার লেখায় তোমার ভালোবাসা-আশীর্বাদ পেয়েছি। অনুভব করেছি হৃদয়ের গভীরতম তলদেশ থেকে, সেখানে একটি রাজসিংহাসন আর তাতে বিরাজমান তুমি , রবীন্দ্রনাথ

অনামি

আমিত্ব



কিছু কথা না বলাই থাক। বললেই তার গভীরতা হারিয়ে যায়। কিন্তু মনের মনি কোঠায় তাদের কোথায় ই বা সাজিয়ে রাখব। ভালবাসা, মায়া-মমতা, স্বার্থ- ষড়যন্ত্র আর দুঃখে ঘেরা এই সংসার বড়ই অসাড়। বুঝেছি আমি খুব পরিশ্রম সাধ্য সেই উপলব্ধি। ওই যাকে বলে ঠেকে শেখা। আসলে আমি তো রবিঠাকুর নই, যে প্রতি টা অশ্রুকণাকে করে তুলবো অমূল্য রতন। দুঃখ যখন আমায় আঘাত করে, বেদনায় মনটা দুমড়ে মুচড়ে ওঠে, ছাই-এর তলায় চাপা পড়া আগুনের মতো কিছু হয়তো লাইন ভেসে ওঠে এই কবি কবি মনটায়। কিন্তু যেই তারে লিখতে যাই, দিতে চাই একটি সুঠাম কায়া, তখনি অবাধ জলের ধারা সমস্ত বারণ আগ্রাহ্য করে নেমে আসে খাতার পাতায়, ধুয়ে দেয় সব আবেগ সব লেখনী। ভাষার শ্রোতজালে আটকে পড়ে সব ছন্দ-কাব্য, স্যালমন মাছের মতো অবিশ্রান্ত ভাবে সাঁতরে চলে সেই চিন্তার ছোট ছোট লার্ভা, নিজেদের অস্পষ্ট কায়াকে দৃঢ় করার প্রচেষ্টায়। কিন্তু চোখের থেকে নেমে আসা অবিরাম জলের ধারা তাদের পায়ের তলার সব জমি ধুয়ে দেয়। ওই যে বললাম, আমি রবি ঠাকুর নই, বড়ই সাধারন এক নারী। হতে পারিনি আমি চিত্রাঙ্গদা। চেয়েছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, কিন্তু....না পারলাম কই। মীরা ও হতে পারিনি। নেই আমার সেই অবিরল প্রেমের ধারা, নেই অপার মনের গভীরতা। আমি কিন্তু চারুলতা ও হতে চাইনি......ওই দূরবীন দিয়ে দেখতে চাইনি আমার সংসার। তাহলে আমি কে? কি হতে চেয়েছিলাম?  আমি শুধু আমি.... আমার কোন বিকল্প নেই। না আমি কারো মতো, না আমার মতো কেউ। এটাই বোধহয় আমিত্বের পরিচয়।

অনামি

Sunday, August 6, 2017

Dream

Dream is like a dew drop
Wavering at the pick of leaves.
Dream is like a commet
Crossing the evening sky.
Dream is like one , who says
Oh! Hai ....Hello!
When worries are passerby.

Dream, doesn't come only in night
It can pushes us to the cliff to fight and fight.
Dream can make you better,
Helping you to make things right.

Dream is like an evening song
Sung by the cuckoo bird
Dream can put you in sleep
When life throw you in hard.

Saturday, August 5, 2017

ভেবেছিলাম

ভেবেছিলাম শঙ্খচিল হয়ে ঊড়বো আকাশে
তোদের  উপর  পড়তে দেব না ছায়া
ঐ,,,,ঐ কালো মেঘের।

ভেবেছিলাম  তৃণ  হয়ে থাকবো তোদের মাঝে
ভরিয়ে দেব তোদের পৃথিবী সকালের
ঐ শুভ্র শিশির কণায়।

চাতক পাখী  হয়ে নিয়ে আসবো  জল
জুড়িয়ে দেব তোদের তৃষ্ণা ভরিয়ে দেব মন
কোকিলের কোলাহলে তোদের করবো আবাহন।

ভেবেছিলাম রাখবো তোদের বুকের কাছে
তিতির ছানার মতো, আসুক না ঝঞ্ঝা বাতাস-
দামাল হাওয়া যত।
ভেবেছিলাম প্রদীপ হয়ে জ্বলবো , ঘুচাবো সব অন্ধকার,
হয়ে রামধনু সেতু,  তোদের করবো জীবন-তরী  পার।

অনামি

কিছু কথা

আমিই পলাশ... আজো রঙিন একটু'ও হয়নি মলিন
আজো তোমার অপেক্ষায় গুণে যাই দিন।
জানতে চাও কোথায় আছি...এক দিন যে
আমায় ছেড়ে সুদূরে দিয়েছিলে পাড়ি ।

ছেড়ে আমি যায়নি তোমায়
শুধু নদীর স্রোত ছিল প্রতিকূল
সময়ের আলিঙ্গনে জমেছে ধূল।
ভুলে আমি যায়নি তোমায়
রঙিন  করেছি মন তোমার রঙে পলাশ।
তোমার নিশ্বাস আজো পাই ঠিক
আমার কানের পাশে
শিহরে ওঠে মন, শরীর-প্রাণ
তোমায় ভুলে যায়নি পলাশ।

সব ধূলো মুছে দেব--- যদি তুমি আজো আসো
দু-হাত বাড়িয়ে দেব--- জড়াবো আমার বাহুপাশে।

স ্স্কারের বেড়াজাল করেছে রাস্তা পিচ্ছিল
যত'ই তুমি বাড়াও হাত
পৌঁছাতে দেবেনা আমায় ওরা
রাস্তা বড়'ই  সঙ্কিল।

অনামি

God's Abode


"रक्ष रक्ष महादेव नीलग्रीव जटाधर
ग्रहैस्तु सहितो रक्ष मुंच मुंच कुमारकाम्"

1996/Month of July

What a long way I have come across but still, that phase of my life is fresh in the memory. I had just finished my class 12th final exam and my dad planned a trip to Kedarnath and Badrinath Dham yatra. For me, it would be a second trip. My bua's family was to accompany us this time. All so excited. Everything was falling in place and the trip was on its high time under my dad's supervision. We reached Gauri Kund and walked till Ramwara and stayed there for the night. The next day early in the morning we set out and walked the remaining distance to reach Kedarnath. The whole day we roam around in the surrounding areas, though not much to move around still, even that small area was also like a casket of beauty and peace. The night came with a cold blanket. The wind picked up its pace and biting every inch of our uncovered body parts - eyes, nose, fingers. Too cold to set foot outside.
Kedarnath Temple 1996
But don't know how and why I, along with my cousin sister, my parents, a swamiji from Bharat Sevashram Sangha and a porter came out of the warmth of the dharamshala and were absolutely dumbstruck. In front of us, was Kedarnath temple standing along in the mystic light and the surrounding mountains were standing quietly as if waiting for something magical to happen. And then the magic took place. Behind the Kedar Mountain, the full moon peeped through as if playing hide n seeks. Oh, God! the twinkle it showed no solitaire could match it up, no Sapphire could glow to that extent. The full moon started to come out more, showing off its beauty, making us flabbergasted. The valley now flooded with moonlight, the temple was shining and those guarded mountains were now beaming with pride. I, better to say we all were motionless, spellbound by the magic. And then I realized, I was crying, not for being cold but out of sheer pleasure, an abundance of pure love and a realization that Shiva was with me, He is with me. I had truly come to God's abode. I was safe and couldn't be better than this.


Har Har Mahadev! Om Namah Shivah!
The mystic Kedar Mountain

The rear side of the Temple
If you like my write up, Do not forget to follow me for more, leave your feedback and feel free to share with your friends with the hashtag #kaleidoscopicwindow.

@anindita

Thursday, August 3, 2017

নাম

বেণীমাধব, ও বেণীমাধব
কত'ই না ডেকেছি তোমায়,
এই নামের আড়ালে
লুকিয়ে আছে তোমার পরিচয়।

পারি না তোমায় তোমার নামে ডাকতে,
ভয় হয় যদি লোকে জেনে যায়।
বেণীমাধব, তাই দিলাম তোমায় নাম।

হয়নি আমি, পাড়ার সেলাই দিদিমনি
দিয়েছি আমি পাড়ি সুদূরের পথে,
মনের গভীরে তলিয়ে গেছ তুমি
ডুব দিয়ে তুলে আনি কিছু স্মৃতির মণি,
নেই তার দাম কারো কাছে,
তবু যদি জানতাম তুমি আছো আমার'ই পাশে।

না তুমি, না তোমার ছায়া
সব'ই রইল অধরা
জীবনের গোধূলি বেলায়
যদি হয় আর একবার দেখা,,,
বেণীমাধব, একটি বার সব কিছু ভুলে
সব বেড়াজাল ভেঙ্গে একবার মিলিয়ে দাও
তোমার আমার জীবন রেখা
বাকী টুকু থাক নাই'বা হলো আকা।


অনামি

পলাশ

পলাশ , কোথায় ছিলে তুমি?!

পিয়াল শাখার আড়ালে

বাড়ির জীর্ন সি‌‌ড়ি‌‍‍র তলায়

কোথাও খুঁজে পায়নি তোমায়।


পলাশ, ভালোবাসার আগুনে

রাঙিয়ে ছিলে মন আমার,

তোমার নামের ফুলে সাজিয়ে ছিলে

আমার সারা শরীর,

জুড়িয়ে ছিল দেহের উষ্ণতা

আকাশের রঙ হয়েছিল মেদূর।


এক ঝলক হাওয়া সারা মাঠ

ভরে গেল ফুলে, শুধুই পলাশ তুমি।

ভেবেছিলাম এমনি করেই কাটিয়ে দেব

দিন, পেরিয়ে যাবে বছর।

কিন্তু কোন এক ঝড় ঝরিয়ে দিল

তোমার ভালোবাসা'র পাতা,

হারিয়ে গেল রঙ, মাটির গন্ধ, শীতলতা।


পলাশ, কোথায় ছিলে তুমি??

পলাশ, কোথায় আছো তুমি?!

আজও তোমাকে চাওয়া হয়নি আমার শেষ

খুঁজে চলেছি ওই আদাড়ে-বাদাড়ে

ভালোবাসা'র চিহ্ন আকা পতাকা তুলে,

কে জানে কোন পাখি যদি দেখে থাকে

আমার আগুন ঝরা রক্ত রাঙা পলাশকে।

পলাশ, কোথায় আছো তুমি??


অনামি

Daily chores

Sunshine on my shoulder
makes me happy
Sunshine on my eyes
makes me cry..... 
                                 _George Michael

Every day when I wake up in the morning I open my balcony door to let you in ..oh sunshine. Even the soothing morning rays hurt my eyes. I let the cool breeze refresh me. That few seconds become the alms for the rest of the day. As the day begins, no time left even to stretch my tired feet. Sometimes I think why have I become so mechanical. Even I joke that, if the god of death happens to come to take me away .. I have to ask him to wait till I finish my daily chores. Actually, it's not funny, most of the housewives are taken for granted. Working women think I have plenty of time to indulge myself in gossip..but hello .. excuse me am not into gossip type babes. I love to read and write and watch Tom and Jerry show.  As my children are growing up so am I.  From watching Pingu to Ben 10. I can swear that is fun.  I had my share of ups n downs, jobs n unemployment...phewww ..who cares, after all, it is me n my life.

@anindita

Complex mind n its game

Life has never been a bed of roses. Neither I was born with a golden spoon in my mouth.  As I was born lill early than the due date... I brought tension for my mom too. Initially, she was lovey-dovey as usual but then the Oedipus syndrome came or similar to that, who knows what. Being beaten in the process to be a perfectly good child..a single child as pride as a possession center of all conflict. When my friends were having fun I was knocked down in my study table. I wanted to gaze at my mirror image reflecting my newly gained teenage hood. So in the process to make me right (don't know in what sense) the mirrors were covered and my fantasies rested in peace. But in the time of boundations​ love happened....and not only once but many times.

@anindita