আমিই পলাশ... আজো রঙিন একটু'ও হয়নি মলিন
আজো তোমার অপেক্ষায় গুণে যাই দিন।
জানতে চাও কোথায় আছি...এক দিন যে
আমায় ছেড়ে সুদূরে দিয়েছিলে পাড়ি ।
ছেড়ে আমি যায়নি তোমায়
শুধু নদীর স্রোত ছিল প্রতিকূল
সময়ের আলিঙ্গনে জমেছে ধূল।
ভুলে আমি যায়নি তোমায়
রঙিন করেছি মন তোমার রঙে পলাশ।
তোমার নিশ্বাস আজো পাই ঠিক
আমার কানের পাশে
শিহরে ওঠে মন, শরীর-প্রাণ
তোমায় ভুলে যায়নি পলাশ।
সব ধূলো মুছে দেব--- যদি তুমি আজো আসো
দু-হাত বাড়িয়ে দেব--- জড়াবো আমার বাহুপাশে।
স ্স্কারের বেড়াজাল করেছে রাস্তা পিচ্ছিল
যত'ই তুমি বাড়াও হাত
পৌঁছাতে দেবেনা আমায় ওরা
রাস্তা বড়'ই সঙ্কিল।
অনামি
আজো তোমার অপেক্ষায় গুণে যাই দিন।
জানতে চাও কোথায় আছি...এক দিন যে
আমায় ছেড়ে সুদূরে দিয়েছিলে পাড়ি ।
ছেড়ে আমি যায়নি তোমায়
শুধু নদীর স্রোত ছিল প্রতিকূল
সময়ের আলিঙ্গনে জমেছে ধূল।
ভুলে আমি যায়নি তোমায়
রঙিন করেছি মন তোমার রঙে পলাশ।
তোমার নিশ্বাস আজো পাই ঠিক
আমার কানের পাশে
শিহরে ওঠে মন, শরীর-প্রাণ
তোমায় ভুলে যায়নি পলাশ।
সব ধূলো মুছে দেব--- যদি তুমি আজো আসো
দু-হাত বাড়িয়ে দেব--- জড়াবো আমার বাহুপাশে।
স ্স্কারের বেড়াজাল করেছে রাস্তা পিচ্ছিল
যত'ই তুমি বাড়াও হাত
পৌঁছাতে দেবেনা আমায় ওরা
রাস্তা বড়'ই সঙ্কিল।
অনামি
No comments:
Post a Comment