Saturday, August 5, 2017

ভেবেছিলাম

ভেবেছিলাম শঙ্খচিল হয়ে ঊড়বো আকাশে
তোদের  উপর  পড়তে দেব না ছায়া
ঐ,,,,ঐ কালো মেঘের।

ভেবেছিলাম  তৃণ  হয়ে থাকবো তোদের মাঝে
ভরিয়ে দেব তোদের পৃথিবী সকালের
ঐ শুভ্র শিশির কণায়।

চাতক পাখী  হয়ে নিয়ে আসবো  জল
জুড়িয়ে দেব তোদের তৃষ্ণা ভরিয়ে দেব মন
কোকিলের কোলাহলে তোদের করবো আবাহন।

ভেবেছিলাম রাখবো তোদের বুকের কাছে
তিতির ছানার মতো, আসুক না ঝঞ্ঝা বাতাস-
দামাল হাওয়া যত।
ভেবেছিলাম প্রদীপ হয়ে জ্বলবো , ঘুচাবো সব অন্ধকার,
হয়ে রামধনু সেতু,  তোদের করবো জীবন-তরী  পার।

অনামি

No comments:

Post a Comment