একা জানলার ধারে বসে । শিয়ালদহ রাজধানী দ্রুত গতিতে এগিয়ে চলেছে কলকাতার অভিমুখে। সামনে দিয়ে সবুজ ঘাসের মাঠ, মেঠো পথ , কত নাম না জানা গ্রাম, ছোট শহর মুহূর্তে হারিয়ে যাচ্ছে ফেলে আসা পথের বাঁকে। আমি একা চলেছি আজ । জীবনের এই চল্লিশতম সন্ধ্যায় এসে প্রকৃত পক্ষে একা চলেছি আমি। কোনদিন ভাবিনি আমার ছেলে মেয়েদের ছেড়ে এভাবে চলতে পারবো। কিন্তু কিছু এমন প্রানের টান থাকে যা মাতৃত্বের দায়বদ্ধতা কেও ছাড়িয়ে যায়। মন খুব খারাপ । এই মন কেমনিয়ার কোনো মলম নাই, নাই কোন পথ্য । মনে শুধু একটাই সুর বাজে ,,,, আমি বাড়ি যাবো । আমার অশীতিপর ঠাম্মার কোলে মাথা রেখে সব ভুলে যাবো । ভুলে যাবো আমি কারো মা , কারো স্ত্রী । মনে থাকবে শুধু আমার শৈশব। এমনিভাবেই ধরে রাখতে চাই আমার জীবনদীপ কে , যতই আসুক না কালের হাতছানি,,,, আমি যেতে দেবনা । ভালোবাসা আর আদরে ভরিয়ে রাখবো , মুড়িয়ে রাখবো শ্রদ্ধায় । কেউ যাবে না , কোথাও যাবে না আমায় ছেড়ে । আমি আসছি , আমি আসছি সময়ের গাড়িতে সওয়ার হয়ে , পড়ন্ত সূর্যের আলোকে সঙ্গী করে ।
ছোটবেলা থেকে রক্ষণশীলতার বেড়াজালে আবদ্ধ জীবন ঠেলে দিয়েছে আমায় এক ভিন্ন দেশে । শিখেছি বাঁচতে, লড়ে আদায় করে নিয়েছি স্থান। সেই অদম্য সাহস কে কোমরে বেঁধে আমি আসছি , আসছি আমি একা,,,,,। আগত সন্ধ্যার মিষ্টি আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি প্রতিটি অনু পরমাণু দিয়ে। বাচ্ছাদের খেলা, বড়দের ক্লান্ত পদক্ষেপে বাড়ি ফিরে চলা, রেল লাইন এর ধারে কিছু শ্রমিকদের রান্নার ব্যস্ততা । ওই রান্নার সুবাস কাঁচের জানলা ভেদ করে আমার কাছে পৌঁছায় না, কিন্তু মনের রসনা তৃপ্তি করে ।
সব কিছুর মধ্যে আমার মন চায় ওই ধোঁয়া ওঠা ইঞ্জিনের চেয়েও আরো জোরে দৌড়ে যেতে। আগল ধরে রাখি মনের , যদি আমায় ফাঁকি দিয়ে যায় । আরে বন্ধু একটু সবুর করো , আমি আসছি , আসছি ওই দিগন্ত্পারের রামধনু সিঁড়ি বেয়ে। আমি আসছি ,,,,
No comments:
Post a Comment