পলাশ , কোথায় ছিলে তুমি?!
পিয়াল শাখার আড়ালে
বাড়ির জীর্ন সিড়ির তলায়
কোথাও খুঁজে পায়নি তোমায়।
পলাশ, ভালোবাসার আগুনে
রাঙিয়ে ছিলে মন আমার,
তোমার নামের ফুলে সাজিয়ে ছিলে
আমার সারা শরীর,
জুড়িয়ে ছিল দেহের উষ্ণতা
আকাশের রঙ হয়েছিল মেদূর।
এক ঝলক হাওয়া সারা মাঠ
ভরে গেল ফুলে, শুধুই পলাশ তুমি।
ভেবেছিলাম এমনি করেই কাটিয়ে দেব
দিন, পেরিয়ে যাবে বছর।
কিন্তু কোন এক ঝড় ঝরিয়ে দিল
তোমার ভালোবাসা'র পাতা,
হারিয়ে গেল রঙ, মাটির গন্ধ, শীতলতা।
পলাশ, কোথায় ছিলে তুমি??
পলাশ, কোথায় আছো তুমি?!
আজও তোমাকে চাওয়া হয়নি আমার শেষ
খুঁজে চলেছি ওই আদাড়ে-বাদাড়ে
ভালোবাসা'র চিহ্ন আকা পতাকা তুলে,
কে জানে কোন পাখি যদি দেখে থাকে
আমার আগুন ঝরা রক্ত রাঙা পলাশকে।
পলাশ, কোথায় আছো তুমি??
অনামি
পিয়াল শাখার আড়ালে
বাড়ির জীর্ন সিড়ির তলায়
কোথাও খুঁজে পায়নি তোমায়।
পলাশ, ভালোবাসার আগুনে
রাঙিয়ে ছিলে মন আমার,
তোমার নামের ফুলে সাজিয়ে ছিলে
আমার সারা শরীর,
জুড়িয়ে ছিল দেহের উষ্ণতা
আকাশের রঙ হয়েছিল মেদূর।
এক ঝলক হাওয়া সারা মাঠ
ভরে গেল ফুলে, শুধুই পলাশ তুমি।
ভেবেছিলাম এমনি করেই কাটিয়ে দেব
দিন, পেরিয়ে যাবে বছর।
কিন্তু কোন এক ঝড় ঝরিয়ে দিল
তোমার ভালোবাসা'র পাতা,
হারিয়ে গেল রঙ, মাটির গন্ধ, শীতলতা।
পলাশ, কোথায় ছিলে তুমি??
পলাশ, কোথায় আছো তুমি?!
আজও তোমাকে চাওয়া হয়নি আমার শেষ
খুঁজে চলেছি ওই আদাড়ে-বাদাড়ে
ভালোবাসা'র চিহ্ন আকা পতাকা তুলে,
কে জানে কোন পাখি যদি দেখে থাকে
আমার আগুন ঝরা রক্ত রাঙা পলাশকে।
পলাশ, কোথায় আছো তুমি??
অনামি
No comments:
Post a Comment