Thursday, May 9, 2019

রবীন্দ্রনাথ ও একটা দিন



আজ তোমার জন্মদিনে তোমাকে কিছু দেবার ধৃষ্টতা করিনা।
তবু তোমারই রচনাকে আশ্রয় করে ছোট্ট একটা কোলাজ বানিয়েছি রবি ঠাকুর ,,,,, আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলী


"রজনী প্রভাত হল--
       পাখি , ওঠো জাগি,
আলোকের পথে চলো
        অমৃতের লাগি।"
সূর্যের প্রথম কিরণ যখন চোখে এসে পরে, জেগে ওঠে প্রাণ , জেগে ওঠে জীবন। আলস্য ভরা- সকাল ঘুমের রেশ চোখে  নিয়ে মন ভাবে --
"আমি যে বেশ সুখে আছি,
 অন্তত নই দুঃখে কৃশ---"

মূহুর্তের এই দার্শনিক ভাবনা হারিয়ে যেতে থাকে জীবনের কলরবে। কাজ, দিনচর্চা, আলস্য আর সময়ের আলিঙ্গনে কিছু বোঝাপড়া ,,, নিজের সাথে , পারিপার্শ্বিকের সাথে ;
"মনেরে আজ কহ যে ,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।"

 এই চির সত্যকে জানি , মানি ,,, কিন্তু জীবনে মেনে নিতে পারি ক'জন। ওই যে কবি বলে গেছেন, " সবচেয়ে দুর্গম সে মানুষ, আপন অন্তরালে।"
দিন গড়ায় , সুয্যি মামা  নিজের প্রচন্ড রূপ ধারণ করে শাসন করে চলেছেন -  কি অসহায় জীবন, যার তরে আমাদের এত আয়োজন ,
" রৌদ্র তখন মাথার' পরে,
    পায়ের তলায় মাটি,
  জলের তরে কেঁদে মরে
      তৃষায় ফাটাফাটি ।"

তবু আমরা স্বপ্ন দেখি , বাঁচার রসদ খুঁজি । ভাত ঘুমের সাথে, পানের রসাস্বাদন , কাকের একঘেয়ে চিৎকার আর অম্বুরী তামাকের গন্ধ বিজড়িত হয়ে কবিতার ঝাঁকি নিয়ে বসি ,, আমি -তুমি ও সে ,,,, খুঁজে চলি ছন্দ আর মনের শব্দ গুচ্ছ হাতড়ে বেড়াই ,,,,,
" বেলা যখন পড়ে এল,
          রৌদ্র হল রাঙা ,
নিশ্বাসিয়া উঠল হু হু
      ধূ ধূ বালুর ডাঙা ।"

পাখির কলরবে মুখরিত হয় চারিদিক, ঘরে ফিরিবার দিয়েছে প্রকৃতি ডাক। সন্ধ্যা মালতীর কলি ফুটেছে ওই অলি গলি ,,, আর আমি সন্ধ্যার লাজে রাঙা আকাশ দেখিয়ে বলি ,,
" হে পাখি, চলেছ ছাড়ি
       তব  এ পারের বাসা,
ও পারে দিয়েছ পাড়ি ---
       কোন সে নীড়ের আশা?"

মনের সমস্ত উৎসাহ নিমেষে আদ্র হয়ে ওঠে যখন মন বলে ,,, দিনের হলো শেষ --
"সূর্য গেল অস্তপারে----
 লাগলো গ্রামের ঘাটে
আমার জীর্ণ তরী।"

অমিত লাবণ্যের হাত ধরে ঘুরেছি প্রেমের কানাগলি ,
"মন-দেয়া-নেয়া অনেক করেছি
 মরেছি হাজার মরণে ;
নূপুরের মতো বেজেছি চরণে চরণে।"

কিন্তু নানা দুঃখের চিত্ত বিক্ষেপে আমার মন যে যায় কেঁপে ,,, তবু সঙ্গীর হাত ছাড়তে নারাজ আমার প্রেমিক মন ,,,"হাতে হাত ধরো , প্রতিজ্ঞা করো"--- আকাশের সব তারাকে সাক্ষী করে প্রেমের প্রদীপ জ্বালো ,,,
" আমরা যাবো যেখানে কোন
       যায়নি নেয়ে সাহস করি
ডুবি যদি তো ডুবিনা কেন
        ডুবুক সবি , ডুবুক তরী।"

হ্যাঁ , বেঁধেছি আমি আমার প্রেমের ছোট্ট নীড়, বেসেছি ভালো আমার ভালোবাসা ও ভালোবাসার সন্তান,,, পূর্ণ হয়েছে আমার কবিতার ছন্দ ---
"অনন্ত এ আকাশের কোলে
         টলমল মেঘের মাঝার
এইখানে বাঁধিয়াছি ঘর
         তোর তরে কবিতা আমার ।"

দিন শেষ হয়, রাত্রি আসে, বিদায় বেলায় করুণ রসে,,, ঝিকিমিকি তারায় ঝলমলিয়ে ওঠে আকাশ । সারাদিনের ক্লান্তি এসে ভর করে শরীরে ,,, মনে।
" অনেক তিয়াষে করেছি ভ্রমণ,
    জীবন কেবলই খোঁজা।
অনেক বচন করেছি রচন,
    জমেছে অনেক বোঝা।
যা পাইনি তারি লইয়া সাধনা
        যাব কি সাগর পার ?
যা গাইনি তারি বহিয়া বেদনা
        ছিঁড়িবে বীণার তার? "

অনিন্দিতা নস্কর

ছবি সূত্র অন্তর্জাল

2 comments:

  1. দিনের শেষ টা পরিপূর্ণতায় ভরে গেল।

    ReplyDelete