Sunday, November 5, 2017

বন্ধু

সুদূরের পথে দিয়েছ পাড়ি....বন্ধু তুমি
একটু ঘুরে দাড়াও,,ফিরে তাকাও
দেখ যদি কেউ চেয়ে থাকে তোমার পানে!
শুধু কিছু কথার অপেক্ষায়।

সময় হয়েছে অনেক....দূরত্ব বহুদূর
মাঝে বয়ে গেছে সময়ের স্রোত
কালের কালচক্রে পড়েছে জমা স্মৃতির ধূল....