Friday, January 10, 2020

#এলোমেলো_কিছু_কথা


"ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি।"

আচ্ছা ভালোবাসি এই ছোট্ট কথাটা বলতে গলা শুকিয়ে যায় , হাতের তালুতে ঘাম জমে , পা ঠান্ডা হয়ে যায় , কানটা বিনা পারমিশনে লাল হয়ে গিয়ে নিজেকে বিচিত্র প্রাণী বলে মনে হয় ,,,,, আরো কত কিছু হয় । অথচ এই একটা কথা সারা বিশ্ব জয় করে নেবার ক্ষমতা রাখে । রুখে দিতে পারে কোনো ঘনিয়ে ওঠা ঝড়। একটু বেশি কাব্যিক হয়ে গেল কি? বাস্তব জীবনে একটু অন্য চিত্র তাই তো --- পরিবার , পরিবারের সম্মান, মাথা নাক কাটা যাওয়া , সামাজিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা আরো কত কি সামনে এসে দাঁড়ায় । তাই অনেকের রাত্রিই ভোর হয় না, চোখের জলে বা নির্বাক কান্নায় ভিজে যায় বালিশ। সকালে উঠে ফোলা নাক চোখ অনেক কিছু বলতে চায় -- একটু অভিনয় আর হালকা কাশিতে গলার সুর বদলে " এক কাপ আদা দিয়ে চা খেলেই সর্দি কমে যাবে " ডায়লগ সেই ঘনিয়ে আসা মেঘকে উড়িয়ে নিয়ে যায়। বাবা মা , পরিবার ভেবে নেয় যাক এযাত্রায় বেঁচে গেল আমাদের ,,,, ইত্যাদি প্রভৃতি। মনের মাঝে অসংখ্য ডমরু বাজে , চিৎকার করে বলতে ইচ্ছা করে " সব ঝুট হ্যায় , সব ঝুট হ্যায়" ,,,, স্নানঘরে অকারণ জলের ছপাৎ ছপাৎ , চোখে শ্যাম্পু চলে যাওয়া , ,,,,, সব , সব কিছু অন্য কাহিনী বলতে চায়। চেনা মুখ দেখেও মুখ ঘুরিয়ে নেয় , কি দরকার জিজ্ঞাসা করলে যদি প্রশ্নটা ঘুরে আসে । সেই যে আনন্দ সিনেমায় বলেছিল রাজেশ খান্না , জীবন টা একটা বড় অভিনয়ের স্টেজ । আমরা সবাই নিজের নিজের পার্ট করে চলেছি । যেদিন ডায়লগ ফুরাবে সেদিন অবসান হবে এই নাটকের , অবসান হবে তোমার আমার অভিনয়ের। তার মাঝে যেটুকু সময় কেন আমরা দুটো ডায়লগ নিজের মতো বলবো না --- চিৎকার করে বলবো , আমি তোমায় ভালোবাসি। সংসার , পরিবার , সমাজ সব কিছু সামলেও তোমায় ভালোবাসি । ভালোবাসতে নেই কোন মানা , ভালোবাসা জানেনা কোন কারণ বারণ । তাই ভালোবাসি

"সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে

সেই সুরে বাজে মনে অকারনে
ভুলে যাওয়া গানের বাণী
ভোলা দিনের কাঁদন
কাঁদন হাসি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি!!

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি …" (রবীন্দ্রসঙ্গীত)
@anindita

No comments:

Post a Comment