আজ প্রথমবার বানিয়েছিলাম চিকেন লাজানে ( lasagna) .. বড়ই ঝঞ্ঝাটিয়া খাবার । প্রচুর প্রস্তুতি ,,,
উপকরণ
লাজানে সিট 10 টা (5 মিনিট করে নিন গরম হলে ভিজানো)
250 গ্রাম বোনলেস চিকেনের ছোট ছোট কিউব
200 গ্রাম সালামি স্লাইস
আমূল মোজারেলা চিজ
চিজ স্লাইস
মিক্সড হার্বস
পার্সলে
গোলমরিচ গুঁড়ো
নুন
রসুন আধ কোয়া
অল্প চিনি
ধনে পাতা
কাঁচা মরিচ
টমেটো 500 গ্রাম
পেঁয়াজ মাঝারি 3 টে
ক্যাপসিকাম মাঝারি 2 টো
বাটার 50 গ্রাম
প্রণালী
টমেটো রসুন কাঁচা মরিচ অল্প তেলে ভেজে ধনে পাতা দিয়ে নুন চিনি মিশিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট করতে জল লাগলে ,,জলের বদলে দুধ ব্যবহার করুন। সস এর সিজিনিং চেক করে নিন। এবার পেঁয়াজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়ে আরো কিছুটা ধনে পাতা কুচিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে হালকা ভাজতে হবে। এবার চিকেন কুচি এড করুন । ঢাকা দিয়ে ঢিমে আঁচে ভেজে নিন । এবার তাতে ক্যাপসিকাম ও সস এড করুন। আলাদা নুন এর দরকার হবে না। আবার ঢাকা দিয়ে রান্না করুন। চিকেন সেদ্ধ হলে আঁচ বন্ধ করে দিন। এবার একটা বড় পাত্রে জল গরম করে তাতে নুন আর তেল দিন ,,, তাতে সিট গুলো ডুবিয়ে রাখুন মিনিট 5। জুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটা বেকিং ডিস কে বাটার দিয়ে গ্রিজ করুন। বেস এ সস দিন তার উপরে লাজানে সিট বসান আবার সস দিন এবার চিকেন এর মিশ্রণ ছড়িয়ে দিন তার উপরে মোজারেলা চিজ গ্রেট বা স্লাইস করে দিন । আবার সিট দিয়ে এবার সালামির স্লাইস ও চিজ স্লাইস দিয়ে টপিং করুন । এইভাবে দুই ধরনের টপিং অল্টারনেট করে লেয়ার বানান। সব শেষে মোজারেলা চিজ আর বাটারের টপিং হবে। ওপরে মিক্সড হার্ব, পার্সলে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেকিং সিট দিয়ে ঢেকে প্রি হিটেড 180℃ এ 20 মিনিট বেক করে আবার 10 মিনিট ঢাকা খুলে বেক করুন । 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করুন।
খেতে দারুন ,, অল্পেতে পেট ভরে যায় । একা খাবেন না শেষ করা খুব কঠিন ,,,Bon Appetit
@অনিন্দিতা
উপকরণ
লাজানে সিট 10 টা (5 মিনিট করে নিন গরম হলে ভিজানো)
250 গ্রাম বোনলেস চিকেনের ছোট ছোট কিউব
200 গ্রাম সালামি স্লাইস
আমূল মোজারেলা চিজ
চিজ স্লাইস
মিক্সড হার্বস
পার্সলে
গোলমরিচ গুঁড়ো
নুন
রসুন আধ কোয়া
অল্প চিনি
ধনে পাতা
কাঁচা মরিচ
টমেটো 500 গ্রাম
পেঁয়াজ মাঝারি 3 টে
ক্যাপসিকাম মাঝারি 2 টো
বাটার 50 গ্রাম
প্রণালী
টমেটো রসুন কাঁচা মরিচ অল্প তেলে ভেজে ধনে পাতা দিয়ে নুন চিনি মিশিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট করতে জল লাগলে ,,জলের বদলে দুধ ব্যবহার করুন। সস এর সিজিনিং চেক করে নিন। এবার পেঁয়াজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়ে আরো কিছুটা ধনে পাতা কুচিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে হালকা ভাজতে হবে। এবার চিকেন কুচি এড করুন । ঢাকা দিয়ে ঢিমে আঁচে ভেজে নিন । এবার তাতে ক্যাপসিকাম ও সস এড করুন। আলাদা নুন এর দরকার হবে না। আবার ঢাকা দিয়ে রান্না করুন। চিকেন সেদ্ধ হলে আঁচ বন্ধ করে দিন। এবার একটা বড় পাত্রে জল গরম করে তাতে নুন আর তেল দিন ,,, তাতে সিট গুলো ডুবিয়ে রাখুন মিনিট 5। জুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটা বেকিং ডিস কে বাটার দিয়ে গ্রিজ করুন। বেস এ সস দিন তার উপরে লাজানে সিট বসান আবার সস দিন এবার চিকেন এর মিশ্রণ ছড়িয়ে দিন তার উপরে মোজারেলা চিজ গ্রেট বা স্লাইস করে দিন । আবার সিট দিয়ে এবার সালামির স্লাইস ও চিজ স্লাইস দিয়ে টপিং করুন । এইভাবে দুই ধরনের টপিং অল্টারনেট করে লেয়ার বানান। সব শেষে মোজারেলা চিজ আর বাটারের টপিং হবে। ওপরে মিক্সড হার্ব, পার্সলে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেকিং সিট দিয়ে ঢেকে প্রি হিটেড 180℃ এ 20 মিনিট বেক করে আবার 10 মিনিট ঢাকা খুলে বেক করুন । 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করুন।
খেতে দারুন ,, অল্পেতে পেট ভরে যায় । একা খাবেন না শেষ করা খুব কঠিন ,,,Bon Appetit
@অনিন্দিতা
বেকিং এর শেষ পর্যায়ে সস এড করা হয়েছিল |
জাস্ট বিফোর বেকিং
|