Tuesday, June 23, 2020

ঘুম ঘোরে ওই স্বপ্ন দেখা

আমি লব টুলিয়া বৈহার যাবো। গ্রীষ্মের প্রখর রৌদ্রে টিলার উপর দাঁড়িয়ে দিগন্ত বিস্তৃত পলাশ আর জঙ্গলের মাথায় বুনো তেউড়ির সাদা ফুল দেখবো। শুকনো মাটির খসখসে গন্ধ , শুকনো ঘাসের গন্ধ নেব প্রাণ ভরে। পূর্ণিমার রাতে ক্ষেতের মাঝে কাশের ঝাড়ের খুপরি বানিয়ে থাকবো। ছোট্ট ঘুলঘুলি দিয়ে দেখবো ফটফটে চাঁদের আলোয় ভেসে যাওয়া সর্ষে ক্ষেতের সৌন্দর্য। রাত শেষে আগত ভোরের শিশির ভিজিয়ে 
দেবে আমার প্রাণ - মন । শীতের পরশে কুঁকড়ে যাবো যখন , কলাইয়ের ভুষির ওমে আরাম খুঁজে নেবো। 

কাঁচা শাল পাতায় মোটা চালের ভাত আর বন কুমড়ির তরকারি মেখে খাবো , আর খাবো বনকুল মাখা। হাঁটু জলের কারা নদীতে গা ভাসিয়ে দেব, করবো চেষ্টা বৃথা সাঁতার কাটার। গামছা পেতে ধরতে চাইবো মাছ --- রাতের তারাদের সাক্ষী করে সেই মাছ বুনো ঝোপের আগুনে পুড়িয়ে একটু একটু করে খাবো আস্বাদন নিয়ে । মশলার দরকার নেই , ওই বুনোকুলের আচার দেবে যথার্থ সঙ্গত। 

কচি শাল গাছের মতো দেহ সৌষ্ঠ্যব নিয়ে জগরু পান্নার মত কেউ আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে জঙ্গলের মাঝে , যেখানে বুনো মহিষের দেবতা টাড়বারো দাঁড়িয়ে থাকেন অন্ধকার রাতে। আর সেই জলাশয় যেখানে কত নাম না জানা পাখি , ফুল লতা পাতা কোনো বারণ মানে না । বেড়ে চলে নিজের আনন্দে। 

নরম তুলতুলে সজারুর মাংস খাবো তথাকথিত আদিম বর্বরদের সঙ্গে বসে , মিশে যাবো তাদের ঘাম গন্ধ আর ভুলে যাওয়া ইতিহাসের গল্পের মধ্যে । তাঁদের কেউ মনে রাখেনি , রাখতে চায়নি। তাঁদের সহজ জীবনে আমাদের এই কঠিন শহুরে জীবন শিকলের মতো মনে হয় , মনে হয় শ্বাস রুদ্ধ করে দেবে প্রতি মুহূর্তে। 

ওই পাহাড় , জঙ্গল আর জঙ্গলের মানুষ ডাকছে ,,, বড় আদিম সেই ডাক। যে শুনেছে সেই নিশির ডাক --- বড় কঠিন  বাড়িতে থাকা। উঁচু ইট কাঠ পাথরের জঙ্গল ভেদ করে সেই ডাক আমি শুনতে পাই --- 
"I can hear you but I won't
Some look for trouble while others don't
There's a thousand reasons I should go about my day
And ignore your whispers which I wish would go away, oh oh oh"..... (lines from film frozen 2)



ছবি নিজস্ব